রাঙ্গামাটি পৌরসভা কয়টি? এ প্রশ্নের সঠিক উত্তর নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। আপনি যদি জানতে চান যে, রাঙ্গামাটি পৌরসভা কয়টি ও কি কি তাহলে নিম্ন বর্ণিত তথ্য গুলো মনোযোগ দিয়ে পড়ুন।
পেজ সূচিপত্র: রাঙ্গামাটি পৌরসভা কয়টি
উপস্থাপনা
রাঙ্গামাটি পৌরসভা খুবই পুরাতন এবং ক শ্রেণীর একটি পৌরসভা। এই আর্টিকেলটিতে রাঙ্গামাটি পৌরসভার সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে। সম্পূর্ণ আর্টিকেলটি যদি মনোযোগের সাথে পড়েন তাহলে রাঙ্গামাটি পৌরসভা কয়টি? এই প্রশ্নের সঠিক উত্তর বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন।
রাঙ্গামাটি পৌরসভা কয়টি
রাঙ্গামাটি জেলায় শুধুমাত্র একটি পৌরসভা রয়েছে আর সেটি হল রাঙ্গামাটি পৌরসভা। সর্বপ্রথম ১৯৬৭ সালে রাঙ্গামাটি টাউন কমিটি গঠিত হয়েছিল। এবং এই কমিটি ১৯৭১ সাল পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে। এরপরে 1972 সালে রাঙ্গামাটিসহ ঝগড়া বিল এলাকার ৬৪.৭২ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে সর্বপ্রথম গঠন করা হয় রাঙ্গামাটি পৌরসভা। এরপরে এই পৌরসভা কে ১৯৮৮ সালে খ শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় হয়। এবং সর্বশেষ ১৯৯৮ সালে রাঙ্গামাটি উপজেলা শ্রেণিতে উন্নীত হয়।
আরো পড়ুন: সাজেক হোটেল লিস্ট – সাজেক হোটেল ভাড়া ২০২৩
পৌরসভা হলো একটি স্থানীয় সরকার ব্যবস্থাপনার একটি সমন্বিত রূপ যা একটি শহর বা নগর এলাকার প্রশাসনিক বিষয়গুলো পরিচালনা করে থাকে। পৌরসভা একটি নির্দিষ্ট এলাকার জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য কাজ করে। এবং সংশ্লিষ্ট স্থানের নাগরিকদের যাবতীয় মৌলিক চাহিদা পূরণ করে থাকে পৌরসভা।
নির্দিষ্ট কিছু কার্যাবলী রয়েছে। কোন এলাকার যখন পৌরসভায় অন্তর্ভুক্ত হয় তখন সেই এলাকার জনগণের জীবন যাত্রার মান উন্নত হতে থাকে। যাইহোক পৌরসভার যে সকল কার্যাবলী রয়েছে সেগুলো নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
- উন্নয়নমূলক কাজ: পৌরসভার যতগুলো কাজ রয়েছে তার মধ্য থেকে অন্যতম একটি কাজ হল উন্নয়নমূলক কাজ করা অর্থাৎ সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন সাধন করা। সড়ক, ব্রিজ, কালভার্ট, পানি সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবা ইত্যাদির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা পৌরসভার অন্যতম দায়িত্ব।
- পরিবেশ রক্ষা করা: সংশ্লিষ্ট এলাকার পরিবেশ রক্ষা করা পৌরসভার অন্যতম দায়িত্ব। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান পরিবেশ বিরোধী কোনো কাজে লিপ্ত হয় তাহলে তাদেরকে সেই কাজ থেকে বিরত রাখার পৌরসভার অন্যতম দায়িত্ব। এবং পরিবেশ রক্ষা হয়, এই ধরনের সকল কাজ করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ এবং বৃক্ষ নিধন কমিয়ে আনা পৌরসভার দায়িত্বের মধ্যে পড়ে।
- আইন শৃঙ্খলা রক্ষা করা: পৌরসভার গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হলো শহরের আইন-শৃঙ্খলা রক্ষা করা। কোন কারনে যদি আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ হয় তাহলে যত দ্রুত সম্ভব পৌরসভা কর্তৃপক্ষকে তা নিয়ন্ত্রণে আনতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ফোর্স ব্যবহার করে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকালী বাহিনী ব্যবহার করে আইনশৃঙ্খলার অবনতি রোধ করতে হবে।
- জীবনযাত্রার মান উন্নত করা: পৌরসভার অন্তর্ভুক্ত নাগরিকদের জীবনযাত্রার উন্নত করাও পৌরসভার অন্যতম একটি দায়িত্ব। এর পাশাপাশি পৌরসভা অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখাও পৌরসভার দায়িত্বের মধ্যে পড়ে। যে সকল কাজ করার মাধ্যমে জনগণের জীবনমান উন্নত হবে সেই কাজগুলো পৌরসভার দায়িত্ব।
বাংলাদেশে পৌরসভাসমূহকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়:
- ক শ্রেণী
- খ শ্রেণী
- গ শ্রেণী
- ক শ্রেণীর পৌরসভা: ক শ্রেণীর পৌরসভা সেই সকল ও পৌরসভা কে বলা হয়ে থাকে যে সকল পৌরসভার আয়তন এবং জনসংখ্যা অনেক বেশি। যে সকল পৌরসভার আয়তন এবং জনসংখ্যা অনেক বেশি সেই পৌরসভা গুলো অন্যান্য পৌরসভার থেকে অধিক বেশি গুরুত্বপূর্ণ বিধায় এই পৌরসভা গুলোকে কয় শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরো পড়ুন: কক্সবাজারের ভালো মানের ০৮টি হোটেলের তালিকা
- খ শ্রেণীর পৌরসভা: যে সকল পৌরসভার আয়তন এবং জনসংখ্যা ক শ্রেণীর পৌরসভার চেয়ে কম, সেই সকল পৌরসভা কে খ শ্রেণীর পৌরসভা বলা হয়। খ শ্রেণীর পৌরসভা ও মোটামুটি অনেক বেশি সুযোগ-সুবিধা পেয়ে থাকে, এবং খ শ্রেণীর পৌরসভার দায়িত্বও অনেক বেশি।
- গ শ্রেণীর পৌরসভা: গ শ্রেণীর পৌরসভা ক এবং খ শ্রেণীর পৌরসভার চেয়ে আয়তন এবং জনসংখ্যায় অনেক কম। এই শ্রেণি পৌরসভা হচ্ছে সবথেকে নিম্নমানের পৌরসভার অন্তর্ভুক্ত।
রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ
রাঙ্গামাটি পৌরসভা কয়টি? আশা করি এই প্রশ্নের সঠিক উত্তর বিস্তারিতভাবে জানতে পেরেছেন। আর্টিকেলটির এই অংশে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। আসুন দেখে নেয়া যাক, রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ সম্পর্কে বিস্তারিত তথ্য।
বাংলাদেশের যতগুলো ভ্রমন স্পট রয়েছে তার মধ্যে থেকে অন্যতম একটি ভ্রমণ স্পট হলো রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ। সারাদেশের প্রচুর মানুষ রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ ভ্রমণ করতে যান। শুধু দেশ নয় দেশের বাইরে থেকেও অনেক ভ্রমন পিপাসু ব্যক্তি রাঙ্গামাটিতে এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য ছুটে আসেন।
চাইলে আপনিও রাঙ্গামাটি ভ্রমণ করার সময় ঝুলন্ত ব্রিজ ভ্রমণ করে দেখতে পারেন। ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটির তবলছড়িতে অবস্থিত। ১৯৮৬ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ঝুলন্ত এই ব্রিজটি নির্মাণ করে। এটি কাপ্তাই হ্রদের উপর অবস্থিত এবং দুটি পাহাড়ের মাঝে সংযোগ স্থাপন করেছি। ঝুলন্ত এই সেতুটি ৩৩৫ ফুট দীর্ঘ এবং ১০ ফুট প্রশস্ত।
রাঙ্গামাটি ভ্রমণ নিয়ে স্ট্যাটাস
রাঙ্গামাটি পৌরসভা কয়টি? আশা করি তা জেনেছেন। নিচে রাঙ্গামাটি ভ্রমণ নিয়ে স্ট্যাটাস সমূহ তুলে ধরা হবে। আপনি যদি রাঙ্গামাটি ভ্রমণ নিয়ে স্ট্যাটাস শেয়ার করতে চান, তাহলে নিম্ন বর্ণিত স্ট্যাটাস গুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
- ভ্রমণ বরাবরই মানুষের শারীরিক এবং মানসিক অবস্থাকে প্রভাবিত করে। কারণ ভ্রমনে গেলে মানুষ ফুরফুরে হয়ে যায়।
- আমরা যখন একঘেয়ে জীবন থেকে হাপিয়ে উঠি তখনই ভ্রমনে বেরিয়ে পড়া উচিত। হোক সেটা পাশের জেলাতেই কিংবা নিজে দেশের কোন স্থান।
- এ পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা কিনা জনজীবন নিয়ে প্রায় অতিষ্ঠ হয়ে গেছে। শুধুমাত্র ইচ্ছার অভাবে কিংবা অর্থাভাবে ভ্রমণে বের হতে পারছে না।
- জীবনে অভিযান বা রোমাঞ্চকর কিছু করতে হলে ভ্রমণের বিকল্প নেই। আপনি যখন ভ্রমণে বের হবেন তখন অবশ্যই নতুন কিছু শিখবেন।
- সাধারণ প্রতিভার একজন মানুষ সবসময়ই সাধারণ থাকবে, সে ভ্রমণ করুক বা না করুক; কিন্তু উচ্চতর প্রতিভার একজন মানুষ টুকরো টুকরো হয়ে যাবে যদি সে চিরকাল একই জায়গায় থাকে।
- যেহেতু জীবন সংক্ষিপ্ত এবং পৃথিবী প্রশস্ত, তাই আপনি যতো তাড়াতাড়ি এটি অন্বেষণ শুরু করবেন ততোই ভালো।
- আমরা যখন ভ্রমণ করি তখন আমরা ক্লান্ত হই না। কারণ আমরা সবসময় এই কাজটি মন থেকে করে থাকি।
- বই আপনাকে জীবনী পড়তে শেখায়, কিন্তু ভ্রমণ আপনাকে কীভাবে জীবনযাপন করতে হয় তা শেখায়।
- একজন ভালো ভ্রমণকারীর কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই এবং আসার ইচ্ছা নেই।
- মানুষ ভ্রমণ করে না, ভ্রমণ মানুষকে নিয়ে যায়।
- আসুন কিছু সুন্দর জায়গা খুঁজে বের করি এবং সেখানে হারিয়ে যাই।
- আমি বেড়াতে যাব না এটি কাউকে কখনো বলি নি।
- প্রতি বছর এমন একটি জায়গায় ভ্রমন করা উচিৎ যেখানে এর আগে কখনই যাওয়া হয় নি।
সূত্র : banglawishes.com, bangla-love-sms.com, progotirbangla.com, statusify.xyz
উপসংহার
রাঙ্গামাটি পৌরসভা কয়টি? এ প্রশ্নের সঠিক উত্তর ইতোমধ্যেই উপরে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। রাঙ্গামাটি পৌরসভা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল এই আলোচনাটি যদি আপনার নিকটে ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। ১৬৪১৩