ল্যাপটপ ভালো রাখার সেরা ২০ টি টিপস

ল্যাপটপ ভালো রাখার সেরা ২০ টি টিপস নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। নিম্ন বর্ণিত টিপস গুলো অনুসরণ করলে আপনার ল্যাপটপ বা কম্পিউটার ভালো থাকবে। আশা করি নিম্ন বর্ণিত, ল্যাপটপ ভালো রাখার টিপস আপনার অনেক উপকারে আসবে। চলুন দেখে নেই, ল্যাপটপ ভালো রাখার সেরা ২০ টি টিপস।

পেজ সূচিপত্র: ল্যাপটপ ভালো রাখার সেরা ২০ টি টিপস

উপস্থাপনা 

আপনার যদি একটি ল্যাপটপ থেকে থাকে এবং সেই ল্যাপটপটি যদি আপনি ভালো রাখতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার উপকারে আসবে। গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটিতে ল্যাপটপ ভালো রাখার সেরা ২০ টি টিপস তুলে রাখা হবে।
গুরুত্বপূর্ণ এই টিপস সমূহ যদি আপনি যথাযথভাবে অনুসরণ করেন তাহলে আশা করা যায়, আপনার ল্যাপটপ ভালো থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত নতুনের মত থাকবে। তো কথা না বাড়িয়ে আসুন দেখে নেয়া যাক, ল্যাপটপ ভালো রাখার টিপস।

ল্যাপটপ ভালো রাখার সেরা ২০ টি টিপস

ল্যাপটপ ভালো রাখার জন্য যে সকল উপায় অবলম্বন করা উচিত, সে সকল বিষয় সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আশা করি নিম্ন বর্ণিত তথ্যগুলো জেনে অনেক উপকার পাবেন। ল্যাপটপ ভালো রাখার সেরা ২০ টি টিপস নিম্নরুপ।
  • ল্যাপটপ নিয়মিত পরিষ্কার করুন: আপনি যদি ল্যাপটপ ভালো রাখতে চান এবং নতুনের মত রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিয়মিত ল্যাপটপ পরিষ্কার করতে হবে। নিয়মিত ল্যাপটপ পরিষ্কার করলে তা দীর্ঘদিন পর্যন্ত সুন্দর থাকবে এবং অক্ষত অবস্থায় থাকবে।
  • কুলিং প্যাড ব্যবহার করুন: আপনি যদি আপনার ল্যাপটপকে দীর্ঘদিন ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ল্যাপটপের জন্য কুলিং প্যাড ব্যবহার করতে হবে। কেননা ল্যাপটপের অভ্যন্তরস্থ কুলিং ফ্যান খুব বেশি শক্তিশালী নয়, আর এ কারণেই ল্যাপটপ ব্যবহার করার সময় কুলিং প্যাড ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
  • পানি থেকে ল্যাপটপ দূরে রাখুন: আপনাকে অবশ্যই সব ধরনের পানি জাতীয় পদার্থ থেকে ল্যাপটপ দূরে রাখতে হবে। কেননা ল্যাপটপে যদি কোন ভাবে পানি প্রবেশ করে, তাহলে কিন্তু আপনার ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই ল্যাপটপকে সর্বদা পানি থেকে দূরে রাখবেন।
  • ল্যাপটপ ব্যবহার  করার সময় খাবার খাওয়া পরিহার করুন: অনেকেই ল্যাপটপ ব্যবহার করতে করতে খাবার খেয়ে থাকেন, আসলে এই ধরনের অভ্যাস ভালো নয়। কেননা খেতে খেতে কখনো ভুল বসাতে যদি পানির গ্লাস ল্যাপটপের উপরে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার ল্যাপটপ নষ্ট হয়ে যাবে।
  • ল্যাপটপ প্রটেক্টর ব্যবহার করুন: দীর্ঘদিন পর্যন্ত যদি আপনি ল্যাপটপ ভালো রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ল্যাপটপ প্রোটেক্টর ব্যবহার করতে হবে। ল্যাপটপ প্রটেক্টর ব্যবহার করলে তা ল্যাপটপের সুরক্ষিত রাখবে।
  • সফটওয়্যার এবং ড্রাইভার আপডেট করুন: আপনার ল্যাপটপে থাকা সকল সফটওয়্যার এবং ড্রাইভার গুলো নিয়মিত আপডেট রাখুন। কেননা নিয়মিত আপডেট না রাখলে ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে।
  • অতিরিক্ত তাপমাত্রা থেকে ল্যাপটপ দুটো রাখুন: ল্যাপটপ কি অবশ্যই শুষ্ক এবং ঠান্ডা স্থানে রাখতে হবে। অতিরিক্ত তাপযুক্ত স্থানে ল্যাপটপ রাখলে ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে। তাই সর্বদা ল্যাপটপ ঠান্ডায় কোন জায়গায় রেখে ব্যবহার করতে হবে।
  • আপনার  গুরুত্বপূর্ণ ডাটার নিয়মিত বেকাপ রাখুন: ল্যাপটপের মধ্যে যদি আপনার কোন গুরুত্বপূর্ণ তথ্য থাকে তাহলে সেগুলো অবশ্যই নির্দিষ্ট সময় বেকাপ নিয়ে নিতে হবে। অথবা অটো ব্যাকআপ সেটআপ করতে হবে।
  • ল্যাপটপে পাসওয়ার্ড ব্যবহার করুন: আপনি যদি ল্যাপটপকে অধিক সুরক্ষিত রাখতে চান,  তাহলে অবশ্যই আপনাকে ল্যাপটপে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
  • এন্টিভাইরাস ব্যবহার করুন: ল্যাপটপকে যদি আপনি সম্পূর্ণরূপে ভাইরাস মুক্ত রাখতে চান,  সে ক্ষেত্রে অবশ্যই ল্যাপটপে পেইড ভার্সনের অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে।
  • ল্যাপটপ ওভার চার্জ দেয়া থেকে বিরত থাকুন: ল্যাপটপে যেন ওভার চার্জ না হয়ে যায় সে দিকে লক্ষ্য রাখতে হবে। কেননা ওভার চার্জ হলে ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • ল্যাপটপ যেন পড়ে না যায়,  তা খেয়াল রাখুন: কখনোই কোন অবস্থাতেই যেন ল্যাপটপ পড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কেননা ল্যাপটপ করে তা ভেঙ্গে যেতে পারে।
  • সমতল জায়গায় ল্যাপটপ স্থাপন করুন: সব সময় ল্যাপটপকে সমর্থন জায়গায় স্থাপন করে এরপরে ব্যবহার করতে হবে। অসমতল জায়গায় ল্যাপটপ ব্যবহার করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • অপ্রয়োজনীয়  এপ্লিকেশনগুলো আনইন্সটল  করুন: অব্য ব্যবহৃত এবং অপ্রয়োজনীয় সব ধরনের অ্যাপ্লিকেশন ল্যাপটপ থেকে আনইন্সটল করে দিতে হবে। এতে করে আপনার ল্যাপটপের স্পিড এবং স্টোরেজ উভয়টি বাড়বে।
  • স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করুন: আপনি যদি আপনার ল্যাপটপের স্ক্রিন কে প্রটেক্ট করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করতে হবে।
  • এয়ার কম্প্রেসার দিয়ে ধুলাবালি পরিষ্কার করুন: করতে এয়ার কম্প্রেসারের মাধ্যমে মাঝে মাঝে আপনার ল্যাপটপে ধুলাবালি পরিষ্কার করে নিতে হবে।
  • এক্সটার্নাল ডিভাইস ব্যবহার করার সময় সতর্ক থাকুন: এক্সটারনাল ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে সমাধান থাকতে হবে সাবধানে সেই ডিভাইসগুলো ল্যাপটপে ইনপুট করতে হবে। আবার সাবধানের সাথে সেগুলো খুলে ফেলতে হবে।
  • ল্যাপটপের উপরে  ভারী কিছু রাখবেন না: ল্যাপটপের ওপরে কখনোই ভারী কিছু রাখবেন না ল্যাপটপের উপরে ভালো কিছু লাগলে ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • নিরাপদ ভাবে বৈদ্যুতিক সংযোগ দিন: বৈদ্যুতিক সংযোগ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এবং আপনি যে সকল ওয়ার ব্যবহার করে ল্যাপটপে বৈদ্যুতিক সংযোগ দেন, সেই তারগুলো মাঝে মাঝে পরীক্ষা করে দেখতে হবে।
  • ল্যাপটপ  বহনের জন্য ভালো মানের ব্যাগ ব্যবহার করুন: ল্যাপটপ গ্রহণ করার জন্য অবশ্যই আপনার ভালো মানের একটি ব্যাগ ব্যবহার করতে হবে। কেননা ল্যাপটপ বহন করার ব্যাগ যদি ভালো না হয়, তাহলে কিন্তু ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হতে পারে।

ল্যাপটপ ব্যবহার করার নিয়ম

ল্যাপটপ ভালো রাখার সেরা ২০ টি টিপস ইতোমধ্যেই উপরে তুলে ধরা হয়েছে। ল্যাপটপ ব্যবহার করার বিশেষ কিছু নিয়ম কানুন রয়েছে। এই নিয়ম কানুন গুলো অনুসরণ করে ল্যাপটপ ব্যবহার করতে হয়। ল্যাপটপ ব্যবহার করার নিয়ম কারণ সমূহ নিচে উল্লেখ করা হয়েছে।
  • ল্যাপটপের ঢাকনা ওপেন করুন।
  • পাওয়ার বাটন চালু করুন।
  • লক করা থাকলে পাসওয়ার্ড দিন।
  • মাউস ব্যবহার করুন।
  • প্রয়োজনীয় সফটওয়্যার ওপেন করুন।
  • ইন্টার্নাল বা  এক্সটার্নাল  কিবোর্ড ব্যবহার করুন।
  • ইন্টারনেট সংযোগ দিন।
  • প্রয়োজনীয় ওয়েবসাইট ব্রাউজ করুন।
  • সেটিং এডজাস্ট করুন।
  • প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করুন।
  • অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
  • ব্যবহার করা শেষ হলে ল্যাপটপ বন্ধ রাখুন।

ল্যাপটপের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার 

ল্যাপটপ ভালো রাখার টিপস সম্পর্কে আশা করি জানতে পেরেছেন। তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ আর্টিকেলটির এই অংশে ল্যাপটপের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার সমূহের নাম উল্লেখ করা হবে। তো আসুন দেখে নেয়া যাক,  ল্যাপটপের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার সমূহের নাম।
  • অপারেটিং সিস্টেম (যেমন: Windows, macOS, Linux)
  • ওয়েব ব্রাউজার (যেমন: Google Chrome, Mozilla Firefox)
  • অফিস স্যুট (যেমন: Microsoft Office, LibreOffice)
  • অ্যান্টিভাইরাস সফটওয়্যার
  • PDF রিডার (যেমন: Adobe Acrobat Reader)
  • মিডিয়া প্লেয়ার (যেমন: ভিএলসি মিডিয়া প্লেয়ার)
  • ক্লাউড স্টোরেজ (যেমন: ড্রপবক্স, গুগল ড্রাইভ)
  • ইমেল ক্লায়েন্ট (যেমন: Microsoft Outlook, Mozilla Thunderbird)
  • ইমেজ এডিটিং সফটওয়্যার (যেমন: Adobe Photoshop, GIMP)
  • ভিডিও এডিটিং সফটওয়্যার (যেমন: Adobe Premiere Pro, iMovie)
  • নোট-টেকিং অ্যাপ (যেমন: Microsoft OneNote, Evernote)
  • মেসেজিং অ্যাপ (যেমন: স্কাইপ, হোয়াটসঅ্যাপ)
  • কম্প্রেশন/আর্কাইভিং টুল (যেমন: 7-জিপ, WinRAR)
  • পাসওয়ার্ড ম্যানেজার (যেমন: LastPass, 1Password)
  • ব্যাকআপ সফ্টওয়্যার (যেমন: অ্যাক্রোনিস ট্রু ইমেজ, টাইম মেশিন)
  • টেক্সট এডিটর (যেমন: নোটপ্যাড, ভিজ্যুয়াল স্টুডিও কোড)
  • সিস্টেম রক্ষণাবেক্ষণ সরঞ্জাম (যেমন: CCleaner, ডিস্ক ক্লিনআপ)
  • ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সফটওয়্যার
  • ফাইল ট্রান্সফার/এফটিপি ক্লায়েন্ট (যেমন: FileZilla, WinSCP)
  • অডিও রেকর্ডিং এবং এডিটিং সফ্টওয়্যার (যেমন: অডাসিটি, অ্যাডোব অডিশন)

উপসংহার

ইতোমধ্যে উপরে উল্লেখিত, ল্যাপটপ ভালো রাখার সেরা ২০ টি টিপস যদি আপনি যথাযথভাবে অনুসরণ করেন, তাহলে উপকৃত হতে পারবেন। তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি আশা করি আপনার কাছে ভালো লেগেছে। চাইলে আপনি এই আর্টিকেলটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। ১৬৪১৩

Leave a Comment