সময় নিয়ে কষ্টের উক্তি প্রচুর রয়েছে। তবে আপনি যেহেতু সময় নিয়ে কষ্টের উক্তি খোঁজার জন্য গুগলে এসেছেন। আমরা যেহেতু মানুষ তাই আমাদের জীবনে দুঃখ-কষ্ট সুখ আনন্দ সবই থাকবে। আমরা যখন একটু কষ্টে থাকি তখন মনের কষ্টগুলোকে বহিঃপ্রকাশ করার জন্য কিছু উক্তি ব্যবহার করে থাকি। তাই কিছু সময় নিয়ে কষ্টের উক্তি আপনাকে বলার চেষ্টা করব।
আর আপনি যদি সময় নিয়ে কষ্টের উক্তি গুলো সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। যার কারণে মজার মজার কিছু সময় নিয়ে উক্তি সম্পর্কে জানতে পারবেন। এবং এ সকল উক্তি আপনার ফেসবুকের স্ট্যাটাসে দিয়ে মানুষকে অবাক করাতে পারবেন। কারণ সময় কারো নাগালে থাকে না সময়ই ভালো-মন্দ দুটোই আসতে পারে তাই কষ্টের কিছু সময়ে সময় নিয়ে কষ্টের উক্তি সম্পর্কে জানুন।
পেজ সূচিপত্রঃ
- সময়ের সাপেক্ষে পরিস্থিতি এটা কি ভাগ্য?
- আপনার খারাপ সময়ের দিনে কি করবেন
- সময়কে যথাযথ ব্যবহার না করলে কি হবে
- সময় নিয়ে কষ্টের উক্তি
- হারানো সময় নিয়ে অনুশোচনা করা কি ঠিক?
সময়ের সাপেক্ষে পরিস্থিতি এটা কি ভাগ্য?
আমাদের যখন খারাপ সময় আসে তখন আমরা অনেকেই এই খারাপ সময়কে ভাগ্য বলে মনে করি আবার অনেকেই এই সময়কে পরিস্থিতির শিকার বলে থাকি। কিন্তু সময় কি আসলে পরিস্থিতি কিংবা ভাগ্য এ দুটি বিষয়ের উপর নির্ভর করে? এটি হয়তো আপনার কাছে বেশ কৌতুহলী কোন বিষয় হতে পারে কিন্তু এ বিষয় সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। অনেক সময় আমরা ভেবে থাকি যে হয়তো সময় আমাদের অনুকূলে নেই আবার অনেক সময় আমরা এটাকে ভাগ্যের বলি বলেও চালিয়ে দিই।
সময়ের সাথে ভাগ্যের কোন সংযোগ নেই তবে মহান আল্লাহ তা’আলা বলেছেন যে তোমরা পরিশ্রমের মধ্য দিয়ে নিজের ভাগ্যের উন্নতি কর। সেক্ষেত্রে আমরা একটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গিয়েছি যে সময়ের সাথে যদি আমরা পরিশ্রম করি তাহলেই আমাদের ভাগ্যের উন্নতি করতে পারব। এ ব্যতীত খারাপ সময়ে ভাগ্যের দোষ দিয়ে লাভ নাই যা আমাদের নিজেদেরই কর্মফল ছিল।
আপনার খারাপ সময়ের দিনে কি করবেন
আমরা বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের মধ্যে থাকি এবং অনেক সময় এই কষ্টের অবস্থায় সময় নিয়ে উক্তি গুলো দেখে নিজেকে সান্ত্বনা দিয়ে আবার আরো কষ্ট পেয়ে থাকি। কিন্তু আপনার খারাপ সময়ের দিনে কি করবেন এবং কিভাবে নিজেকে মোটিভেট করবেন বা নিজের মধ্যে মোটিভেশনটি ধরে রাখবেন সে বিষয়ে সম্পর্কে আমাদের কম মানুষেরই জানা রয়েছে। আবার অনেকেই খারাপ সময়ের দিনে অনেক কিছু করে থাকে। কেউবা তার পরিস্থিতি ভাগ্য এবং সময়কে মেনে নিতে না পেরে আত্মহত্যার মতো একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
তবে খারাপ সময়ের দিনে আপনি যদি সঠিক পদক্ষেপগুলো নিতে পারেন তাহলে সেই খারাপ সময় থেকে নিজেকে ফিরিয়ে আনা সম্ভব এবং নিজেকে আরো পরিপাটি ও আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব। খারাপ সময়ের দিনে বন্ধুদের সাথে কথাবার্তা বলবেন পরিবারের সাথে সময় কাটানোর চেষ্টা করবেন এবং প্রকৃতিতে গিয়ে প্রকৃতির আবহাওয়া অনুভব করতে পারেন যার কারণে আপনি মানসিকভাবে একটু নিজেকে রিফ্রেশমেন্ট করে নিতে পারবেন। এছাড়া খারাপ সময়ের দিনে আপনি আপনার পছন্দের কাজগুলো করার মাধ্যমে নিজেকে মেন্টালি ফিট রাখতে পারবেন।
সময়কে যথাযথ ব্যবহার না করলে কি হবে
সময়ের যথাযথ ব্যবহার যদি না করেন তাহলে কি হতে পারে এ বিষয়ে সম্পর্কে হয়তো আপনি এখন বুঝতে পারবেন না কিন্তু যে ব্যক্তি সময়ের যথাযথ ব্যবহার করেনি সেই ব্যক্তি টের পেয়েছে যে সময় যথাযথ ব্যবহার না করলে কি হতে পারে। আমরা অনেক সময় দেখে থাকি আমাদের আশেপাশে বিভিন্ন শিক্ষার্থী প্রতিদিনের পড়া প্রতিদিন না করে জমা রাখে এবং যার ফলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে। তেমনি ভাবে যদি আপনি আপনার সময়ের কাজ সময়ে না করেন তাহলে দিন শেষে আপনার পড়ে থাকা কাজগুলো আপনার কাছে অনেক বোঝা মনে হবে।
যার কারণে আপনার ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে এবং আপনার ভবিষ্যতটি অন্ধকারের দিকে ধাবিত হবে। তাই সময়ের যথাযথ ব্যবহার এবং সময়কে মূল্যায়ন করে পরিশ্রমের সাথে নিজেকে এগিয়ে নিতে হবে। আর যদি এই বিষয় থেকে আপনি দূরে থাকেন এবং সময়ের কাজ সময় না করেন তাহলে আপনি জীবন যুদ্ধে অনেক পিছিয়ে যেতে পারেন। যার কারনে আপনার জীবনে নেমে আসতে পারে ভয়ানক অন্ধকার এবং দুঃখ কষ্ট। সময় নিয়ে কষ্টের উক্তি সম্পর্কে জানার জন্য নিচের খন্ডটি ভালোভাবেই মনোযোগ সহকারে পড়ুন।
সময় নিয়ে কষ্টের উক্তি
সময় নিয়ে কষ্টের উক্তি সম্পর্কে জানার চেষ্টা করব। কারণ এতক্ষণ হয়তো আমি বলে আসছি সময় নিয়ে উক্তি সম্পর্কে আপনাকে জানাবো। কিন্তু সময় নিয়ে উক্তি সম্পর্কে আলোচনা না করেই অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করেছি যার কারণে আপনি বিরক্ত হোক হতে পারেন তবে উপরোক্ত বিষয়গুলো ও আপনার জানা উচিত বলে মনে করি। এখন আসুন সময় নিয়ে কষ্টের উক্তি সম্পর্কে আলোচনা করিঃ
- অন্যের জন্য বেচে থেকে নিজের সময় নষ্ট করা এক ধরনের বোকামি কারণ আপনার হাতে সময় অতি অল্প। তাই নিজের জন্য বাঁচুন
- যখন আপনার সময় ভালো যাবে তখন পুরো পৃথিবী আপনার পাশে থাকবে। আর আপনার খারাপ সময়ে কেউই আপনাকে মূল্যায়ন করবে না।
- নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় গুলোকে কাজে লাগান কারণ সময় ব্যয় করে নিজের ভবিষ্যৎ নষ্ট করা এক ধরনের বোকামি। আপনি আপনার মত পরিশ্রম করে যান আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে।
- কষ্টে থাকা মানুষগুলো শুধু বুঝে সময় পার করা কত কঠিন।
- নিজেকে গুছিয়ে নিতে গিয়ে হারিয়েছি সময়ের বেড়াজালে। কিন্তু হতেও পারে নতুন সূর্যের উদয় কোন এক সময় সেই অপেক্ষায় বেঁচে আছি।
- এখন হয়তো আমার দিন কাটছে কিছু দুঃসময়ের সাথে, তবে কোন এক সময় নতুন ভোরের আলো নিয়ে আমার জীবনে আসবে সফলতা এটি সৃষ্টিকর্তার কাছে প্রত্যাশা।
- আবেগ ই মানুষের বিবেক কে ত্বরান্বিত করে কারণ সময়ের সাথে সাথে আবেগগুলো বিবেগে পরিণত হয়। এবং মানুষ বুঝতে পারে তার ভুলগুলো।
- এখন হয়তো সময় আমার অনুকূলে নাই তাই কিছু কষ্টের জীবনটাকে উপহাস বানিয়ে ফেলেছি। কিন্তু সময় এরও গতি রয়েছে তাই এটিও একদিন ফিরে আসবে আমার কাছে।
হারানো সময় নিয়ে অনুশোচনা করা কি ঠিক?
সময় সংক্রান্ত আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পেরেছেন হয়তো এ সকল বিষয়ে আপনার আগে কোন ধারণা ছিল না। তবে আমরা অনেক সময় আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া সময় গুলোকে ভেবে অনেক অনুশোচনা এবং অনুতপ্ত হই। আমরা হয়তো ভেবে দেখি না যে, যে সময়টুকু আমরা পূর্বের সময় হারিয়ে ফেলার কারণে নষ্ট করেছি।
সেই সম্পর্কে আবার চিন্তা করতে গিয়ে যে সময়টুকু নষ্ট করছি এটি আবারো আমাদের ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। তাই একজন বুদ্ধিমান মানুষ বা বুদ্ধিমান ব্যক্তি কখনোই তার হারানো সময়কে নিয়ে আফসোস কিংবা অনুশোচনা করবে না। বরং তার সামনে থাকা সময়কে আরো যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করবে। আশা করছি সময় নিয়ে কষ্টের উক্তি এবং সময় সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারলেন এ পোস্টটি পড়ার মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন ধন্যবাদ। job id – 26205