আপনি নিশ্চয়ই রুট ক্যানেল করতে আগ্রহী তাই রুট ক্যানেল করতে ব্যাথা কেমন এ বিষয়টি সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করেছেন। এবং গুগল থেকে রুট ক্যানেল করতে ব্যাথা এই টাইটেলে পোস্টটি তে ক্লিক দিয়ে এখানে এসেছেন। তাই রুট ক্যানেল করতে ব্যাথা কেমন এ বিষয়ে সম্পর্কে আপনাকে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব।
যার মাধ্যমে আপনি রুট ক্যানেল সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। আবার অনেকেই রুট ক্যানেল করতে ব্যাথা বেশি হতে পারে এই ভেবে রুট ক্যানেল এর সিদ্ধান্ত নিতে চান না। তবে ভয় নেই রুট ক্যানেল সম্পর্কে আপনাকে জানানোর চেষ্টা করব।
পেজ সূচিপত্রঃ
রুট ক্যানেল কতদিন স্থায়ী হয়
রুট ক্যানেল কতদিন স্থায়ী হয় এ বিষয় নিয়ে আপনার মনে যদি কোন প্রশ্ন থাকে তাহলে হয়তো আপনি দ্বিধায় আছেন যে আপনি রুট ক্যানেল টি করবেন কিনা এ বিষয় নিয়ে। তবে সমস্যা নেই রুট ক্যানেল এর স্থায়িত্বকাল সম্পর্কে আপনাকে একটি ধারনা দিব যার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য রুট ক্যানেল করা উচিত কিনা।
রুট ক্যানেল এর স্থায়িত্বকাল বা কত দিন স্থায়ী থাকে এর স্পষ্ট ধারণা দেওয়া প্রায় অসম্ভব। কেননা আপনি রুট ক্যানেল করার পর যদি আবার দাঁতের যত্ন থেকে দ্বিমুখ থাকেন তাহলে পূর্বের মতো আবারও সমস্যা হতে পারে। তবে রুট ক্যানেল করার পর আপনি যদি দাঁতের প্রতি যত্নবান হন সে ক্ষেত্রে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত এটি স্থায়ী হতে পারে। আশা করছি রুট ক্যানেল কতদিন স্থায়ী হয় এ বিষয়টি সম্পর্কে আপনি জানতে পেরেছেন।
ক্যাপ লাগানোর পর ব্যথা
ক্যাপ লাগানোর পর ব্যথা কেমন হয় বা ক্যাপ লাগানোর পর ব্যথা সম্পর্কে একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি রুট ক্যানেল করতে ব্যাথা কেমন হয় এ বিষয়টিও নিচের অংশে জানানোর চেষ্টা করব। যারা ইতোমধ্যে দাঁতে ক্যাপ লাগিয়েছেন তারা বলতে পারবেন যে দাঁতে ক্যাপ লাগানোর পর দাঁত শির শির করে। যেহেতু দাঁতে ক্যাব বা ক্রাউন লাগানোর সময় ইনফেকশন হওয়া অংশটুকু ফেলে দিয়ে সেটিং করতে হয় তাই দাঁতের উপর একটু সামান্য প্রেসার পড়ে।
আরো পড়ুনঃ দাঁত ফাঁকা হওয়ার ১০টি কারণ ও ০৫টি প্রতিকার
যার কারনে দাঁতে সামান্য ব্যথা হতে পারে তবে এই ব্যথার ব্যাপ্তি কাল বেশি সময় নয়। সামান্য পরিমাণ শিরশির করলেও তাতে তেমন ব্যথা হয় না। সে ক্ষেত্রে দাঁতে ক্যাপ লাগানোর জন্য কোন ভয় পাওয়ার দরকার নেই। আপনার দাঁতের সমস্যা থাকলে দ্রুত দাঁতে ক্যাপ লাগিয়ে নিন। এই অংশটুকু পড়ার মাধ্যমে দাঁতে ক্যাপ লাগানোর পর ব্যথা কেমন হতে পারে এ বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। রুট ক্যানেল করতে করতে ব্যথা সম্পর্কে জানার জন্য নিচের অংশটুকু করুন।
রুট ক্যানেল করতে ব্যাথা
রুট ক্যানেল করতে ব্যাথা কেমন এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছেন তাই না? তো আসুন রুট ক্যানেল করতে ব্যাথা কেমন এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি। আপনার দাঁত যেহেতু ক্ষত বা ছিদ্র হয়ে গিয়েছে এবং দাঁতে ইনফেকশন হয়েছে যার কারণে আপনি রুট ক্যানেল করতে চাচ্ছেন। সেক্ষেত্রে দাঁতে থাকা ইনফেকশন গুলো রিমুভ করে দাঁতে রুট ক্যানেল করতে হয় যার কারণে দাতে প্রচুর প্রেসার পরে।
দাঁতের রুট ক্যানেল করার পর এই ব্যথা সাধারনত দুই থেকে চার দিন থাকতে পারে। আর আপনি যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের দেওয়া সকল ঔষধ গুলো সেবন করে থাকেন তাহলে দ্রুত এ ব্যথা কমিয়ে আনতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের নিয়ম নীতির মধ্য দিয়ে চলতে হবে।
রুট ক্যানেল এর ক্ষতিকর দিক
রুট ক্যানেল করার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আপনি যেহেতু জানেন না তাই এই বিষয়ে জ্ঞান রাখা জরুরী। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ এন্ডোডোনটিস্টের মতে দাঁতের সংবেদনশীলতা ও ফোলা ভাব থাকতে পারে রুট ক্যানেল করতে ব্যাথা বা রুট ক্যানেল করার কয়েকদিন পর। তবে এ ব্যাপারে ক্ষতি তেমন হয় না। কিন্তু আমরা অনেকেই রুট ক্যানেল করার পর যে দুই থেকে তিন দিন ব্যথা অনুভব করি এতে ঘাবড়ে যায়। তবে রুট ক্যানেল এর ক্ষতিকর তেমন কোন দিক নেই। তাই আপনি আপনার দাঁতের সমস্যাগুলো এড়ানোর জন্য নির্দ্বিধায় রুট ক্যানেল পদ্ধতি বেছে নিতে পারেন।
রুট ক্যানেল এর সুবিধা
আমরা রুট ক্যানেল এর সুবিধা গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা রুট ক্যানেল করতে চাচ্ছি তবে রুট ক্যানেল এর সুবিধা গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেহেতু দাঁতের সমস্যার কারণে আমরা ভালোমতো খাবার চিবাতে পারি না কিংবা অনেক খাবার ইচ্ছা থাকা সত্ত্বেও খেতে পারি না। সেক্ষেত্রে আমাদের মজবুত দাঁত প্রয়োজন আর এজন্য যাতে সমস্যা এড়াতে রুট ক্যানেল করতে হয়।
আর দাঁতে ছিদ্র কিংবা ইনফেকশন হওয়ার পর আপনি যদি রুট ক্যানেল না করেন তাহলে সেই সমস্যা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তাই দ্রুত আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া ও রুট ক্যানেল করা জরুরী। রুট ক্যানেল করতে ব্যাথা কেমন এবং রুট ক্যানেল সম্পর্কে অনেক বিষয় সম্পর্কে জানতে পারলেন তাই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ। job id – 26205